
বছর ঘুরে আবারও এল বাঙালির প্রাণের উৎসব- বাংলা নববর্ষ। এই উৎসব বাঙালি ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক অপূর্ব মিলন মেলার প্রতিচ্ছবি। শত বছরের ঐতিহ্যবাহী এই উৎসবকে সবার মাঝে তুলে ধরার প্রয়াসে বর্ণিল বৈশাখী মেলা ও উৎসব আয়োজন করেছে আশিয়ান গ্রুপ। সোমাবর (১৪ এপ্রিল) বৈশাখী মেলা ও উৎসবের উদ্বোধন করেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া। মেলা চলবে ১৪ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত।
এ সময় গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, পরিচালক মো. জাহিদুল ইসলাম ভূঁইয়া, প্রধান নির্বাহী কর্মকতাসহ প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালক ও সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেলা উপলক্ষে আশিয়ান সিটি প্রকল্পে প্লট বিক্রেয় উপর আছে নানান ধরনের ছাড় ও উপহার ।
মেলায় থাকছে আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডে ৩, ৫ ও ১০ কাঠার রেডি প্লট, যা এখনই বাড়ি করার উপযোগী। পাশাপাশি মূল্য পরিশোদের সাথে সাথেই রেজিস্ট্রেশন। এছাড়া বৈশাখী মেলা উৎসবে প্লট বুকিং দিলেই থাকছে ল্যাপটপ উপহারের পাশাপাশি এককালীন মূল্য পরিশোধের ৩০ শতাংশ ডিসকাউন্ট ও কিস্তিতে ২০ শতাংশ মূল্য ছাড়।
এ ছাড়াও বৈশাখী ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রথমবার বিভিন্ন ধরনের দেশীয় খাবারের আয়োজন করা হয়েছে। আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয় ইউনিকন প্লাজার পিঠাপুলির আসর ও বাংলার ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ খিচুড়ি, খাবার মিষ্টি, বাতাসা, সন্দেস, কদমা, নকুলদানা, খৈ, মুড়ি মোয়া, পিঠা।
Comments