Image description

অবৈধ ও অননুমোদিত মোবাইল ফোন বন্ধে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ী ও কর্মচারীরা। রোববার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে আগারগাঁও, শ্যামলী ও মিরপুর রোড এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’-এর ব্যানারে কয়েকশ ব্যবসায়ী আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন। পুলিশ জানায়, বিক্ষোভকারীরা সড়ক দখল করে নিলে শিশুমেলা থেকে আগারগাঁওগামী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শিশুমেলা মোড়ে ব্যারিকেড দিলে আশপাশের এলাকায় বিশেষ করে শ্যামলী ও শেরেবাংলা নগরে ব্যাপক যানজট দেখা দেয়। দুপুর ১টা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত ছিল।

বিক্ষোভকারীরা জানান, আগামী ১৬ ডিসেম্বর থেকে সরকার ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) কার্যকর করতে যাচ্ছে। তাদের অভিযোগ, ব্যবসায়ীদের দাবি ও প্রস্তাব বিবেচনা না করেই সরকার একতরফাভাবে এই সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে।

আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—মোবাইল ফোন আমদানিতে সিন্ডিকেট প্রথা বিলোপ, সবার জন্য আমদানির সুযোগ উন্মুক্ত করা, ন্যায্য করনীতি প্রণয়ন এবং এনইআইআর প্রক্রিয়ার সংস্কার। মুক্ত বাণিজ্যের স্বার্থে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, দাবি আদায়ে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এর আগে গত সপ্তাহে কারওয়ান বাজার ও প্রগতি সরণিতেও একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছিলেন তারা।