Image description

গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারুন খান (৪০) নামে এক ব্যাটারি চালিত অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার জাঙ্গালিয়ার ইউনিয়নের আজমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য ফারুক খান। নিহত হারুন খান ওই এলাকার মৃত নৈইমদ্দিন খানের ছেলে।

ইউপি সদস্য ফারুক খান ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের ন্যায় হারুন খান (৪০) শুক্রবার (২০২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে অটোরিক্সা চার্জে দিয়ে শুয়ে পড়েন। পরে সকালে চার্জ থেকে অটোরিক্সা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার চিৎকার শুনে বাড়ীর লোকজন ঘটনস্থলে গিয়ে তাকে অটোরিক্সার পাশে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার প্রাথমিক পরিক্ষা-নিরিক্ষা করে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 


মানবকণ্ঠ/এফআই