রাজধানীর উত্তরার মূলধারার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আশিক। সোমবার দুপুর ২টার দিকে বিমানবন্দর হাজী ক্যাম্পে সেনাবাহিনীর সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় দক্ষিণখান উত্তরখান এলাকার সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার জন্য মোট ১১ টি মন্ডপে বিশেষ নিরাপত্তার বিষয়েও আলোচনা করা হয়।
এসময় লেফটেন্যান্ট কর্নেল আশিক বলেন, পূজা মন্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামুলক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একজন সাব ইন্সপেক্টর এবং দুইজন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আমরাও প্রতিটি মন্ডপে থাকবো। উত্তরখান এলাকার রাস্তাঘাট খারাপ থাকায় ময়নাটেক এলাকায় আমাদের একটি অস্থায়ী ক্যাম্প থাকবে সেখান থেকে যেকোনো ধরনের সমস্যায় সেবা পাবেন ভুক্তভোগী।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ক্যাপ্টেন বাবর, আবরার এবং মিজান প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবকণ্ঠের রাসেল খান, দৈনিক ইনকিলাবের মাসুদ পারভেজ, আজকের পত্রিকার নুরুল আমিন হাসান, দৈনিক দেশ রূপান্তর এবং গ্লোবাল টেলিভিশনের আশরাফ হোসেন ডালি, মোহনা টেলিভিশনের রাজু আহমেদ, চ্যানেল এস এর মাহাতাব ফারাহী, আরটিভির তরিকুল ইসলাম, মাই টিভি শাহজালাল জুয়েল এবং মাহমুদা আক্তার পুষন, আনন্দ টেলিভিশনের জালাল, দৈনিক রুপালী বাংলাদেশের তরিক শিবলী, দৈনিক খোলা কাগজের জাবেদ আল মামুন, দৈনিক যুগান্তরের মানিক খান, দৈনিক জনতার হাবিবুর রহমান, অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার এর স্টাফ রিপোর্টার তানজিমুল ইসলাম তনু প্রমুখ।
মানবকণ্ঠ/এসআরএস
Comments