Image description

রায়হানুল ইসলাম ওরফে আরাফ (৮) নামের এক শিশুর লাশ নিখোঁজ হওয়ার চার দিন পর উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাইটেক সিটি রেললাইনের পাশ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রায়হানুল টাঙ্গাইলের গোপালপুর থানার সাঙ্গাপাড়া এলাকার খন্দকার রাসেলের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাওলানা নুরনবী (২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি গোপালপুর থানার নবদৌলারপাড় এলাকার আতাউর রহমানের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রায়হানুল ইসলাম নিখোঁজ হয়। সে নিখোঁজের পরদিন রাসেল গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই ঘটনায় নুরনবীকে আটক করে পুলিশ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গোপালপুর ও কালিয়াকৈর থানার পুলিশ আজ সকালে কালিয়াকৈর হাইটেক সিটির রেললাইনের পাশ থেকে শিশু রায়হানুলের অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. যোবায়ের বলেন, গোপালপুরের সাঙ্গাপাড়া এলাকা থেকে মঙ্গলবার একটি শিশু নিখোঁজ হয়। এ ঘটনায় নুরনবী নামের একজনকে গ্রেপ্তার করা হয়।