Image description

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরপাড় এলাকায় সড়কের পাশে হাত বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। শনিবার ভোরে রাসমণি ঘাটের উত্তরে সাগরপাড় লিংক রোডের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম হাসান তারেক (৩৮)। তিনি নগরের দামপাড়ার সেঁজুতি বাস কাউন্টারে লাইনম্যান হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। তিনি নগরের চকবাজারের চন্দনপুরা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আজ ভোরে রাসমণি ঘাটের উত্তরে পাহাড়তলী থানাধীন লিংক রোড এলাকা থেকে হাত বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে পরিবার তাঁর লাশ শনাক্ত করে। তিনি গত রাতে বাসায় ফেরেননি। তবে এটি হত্যা কি না, সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা পাহাড়তলী থানার উপপরিদর্শক আখতারুজ্জামান সোহাগ প্রথম আলোকে বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের নাকেমুখে আঘাতে চিহ্ন ও রক্ত জমাট দেখা গেছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।