Image description

বর্ষার শেষ মৌসুমে চাঁদপুরে বিষধর সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে রোগীরা চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অর্ধশত সাপে কাটা রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সাপের কামড়ে একজনের মৃত্যুসহ ১১ জন আহত হয়েছেন।

সাপের কামড়ে মারা যাওয়া ওই ব্যক্তির নাম বাসেদ পাটওয়ারী (৭০)। তিনি চাঁদপুর সদরের মহমায়া এলাকার মৃত হাফেজ উদ্দিনের ছেলে। তাকে বিষধর সাপে ছোবল দিয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে গত ২৪ ঘন্টায় হাসপাতালের সাপের কামড়ে চিকিৎসা নিতে আসা রোগীরা হলেন- মতলব দক্ষিণের সাগর (৩৪), আব্দুল হাকিম (৫৬), জাহাঙ্গীর খান (৩২), সাগর (৩০), আমিন (৫২), হাবিবুর রহমান (২০), শাহানা (৫৭), রোজিনা বেগম (৩৫) ও ওমর গাজী (৩২)।

এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. বেলাল হোসেন বলেন, ‘সাপের ছোবলের ৪/৫ ঘণ্টার মধ্যে রোগীকে সরকারি হাসপাতালে আনতে হবে। হাসপাতালে রাসেলস ভাইপারের কামড়ে আহত রোগী না পাওয়া গেলেও অধিকাংশরাই বিষধর সাপের কামড়ে আহত হয়েছেন। 

এছাড়া সাপের কামড়ে আহতদের ওঝাঁ-কবিরাজের কাছে না নিয়ে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে আসার পরামর্শও দেন তিনি। 

মানবকণ্ঠ/এসআরএস