Image description

নড়াইলে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।  মঙ্গলবার রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামের হান্নান মোল্লার বাড়িতে হানা দেয় ওই তিন ব্যক্তি। এসময় বাড়িতে কুকুর ডেকে উঠলে হান্নান মোল্লা টের পায়। তখন তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা।

ওই গ্রামের বাসিন্দা খাইরুল বাসার জানান, দীর্ঘদিন ধরে এই এলাকা থেকে একাধিক গরু চুরি ঘটনা ঘটেছে।