লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় আবু তাহের (৫০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ সময় সুমন নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার জকসিন বাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার ওসি আব্দুল মুন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবু তাহের সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামের আজিজ উল্যাহর ছেলে ও পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় অটোরিকশা নিয়ে তাহের জকসিন বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কায় দেয়। এ সময় অটোরিকশার চালক আবু তাহের ও যাত্রী সুমন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর তাহেরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, ‘আহত সুমনের অবস্থা আশংকাজনক ছিল। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’
এ বিষয়ে ওসি আব্দুল মুন্নাফ বলেন, ‘দুর্ঘটনায় একজন অটোরিকশা চালক মারা গেছেন। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মানবকণ্ঠ/এসআর
Comments