দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিগত সময়ে দুর্নীতি সুরক্ষায় ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন দুদক সংস্কার কমিশনের সদস্য ফারজানা শারমিন পুতুল। শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার কালা গ্রামে ‘তাজি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে চারকোল ফ্যাক্টরির চলতি অর্থবছরের উৎপাদনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ফারজানা শারমিন পুতুল বলেন, দুদককে বিগত সময়ে ব্যবহার করা হয়েছে দুর্নীতিকে সুরক্ষা দেওয়ার জন্য। দুর্নীতি দমন কমিশনের সমস্ত জায়গায় সমস্যা। সেগুলো মনিটরিং করে কেন্দ্র থেকে জেলা পর্যন্ত ঢেলে সাজানোর প্রস্তাব সরকারকে দেওয়া হবে।
তিনি বলেন,আইনের চোখে যিনি অপরাধী তিনি আসামি। সাবেক প্রধানমন্ত্রীর যেসব অপরাধ প্রমাণিত হবে তাকে সেসব অপরাধের শাস্তি পেতেই হবে।
এ সময় সেসময় তাজি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ফারহানা শারমিন কাঁকন, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, উপদেষ্টা আতাউর রহমান, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/এসআর
Comments