Image description

চট্টগ্রামে এক প্রতিবাদ সমাবেশ থেকে বাংলাদেশে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। আজ শুক্রবার( ৮ নভেম্বর) জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা এই দাবি জানান।

নগরের হাজারী লেনে সংঘটিত ঘটনার প্রতিবাদে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখা এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশে হাজারী লেনে ওসমান আলী নামের এক ব্যবসায়ীর দোকানে হামলা এবং যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের নিন্দা জানানো হয়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান সংগঠনের নেতারা।

হেফাজতে নেতারা বলেন, সেনা ও পুলিশের ওপর হামলা করেছে ইসকন। সাধারণ পথচারী ও সেনাবাহিনী রেহাই পাচ্ছে না তাদের কাছ থেকে। চট্টগ্রাম থেকে প্রমাণিত হয়েছে ইসকন একটি জঙ্গি সংগঠন। তাদের নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এখন ইসকনের আড়ালে ও হিন্দুত্ববাদীদের আড়ালে ইসকন নামক সংগঠন জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বক্তারা  আরও বলেন, ইসকন নিষিদ্ধ করা না হলে হেফাজতের পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে হাজারী লেনের ঘটনায় ইসকনের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা। আজ সকালে রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে ইসকন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এর আগে গত বুধবার গণমাধ্যমে বিবৃতি দিয়ে একই দাবি করে সংগঠনটি।

মানবকণ্ঠ/এসআর