পাবনার সদর উপজেলার দ্বীপচর মধ্যপাড়ায় বিএনপি নেতা ও তার লোকজনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলচষ্টোর অভিযোগ উঠেছে। এ সময় জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ১০-১৫টি গাছ কেটে ফেলেন তারা। এ ঘটনায় শুক্রবার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, দ্বীপচর মধ্যপাড়া এলাকার মো. মাহাবুব রহমান তার ক্রয়কৃত সাড়ে ২২ একর জমি ভোগদখল করে আসছিলেন। শুক্রবার সকাল ৯টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সেলিম সরদার ও তার কয়েকজন সহযোগী নানা অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মাহাবুব রহমানের জমি দখলের চষ্টো করেন। এ সময় তারা ওই জমির বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি গাছ কেটে ফেলেন।
মাহাবুব রহমান বলেন, গাছ কাটার সময় তাদের বাধা দিতে গেলে তারা অস্ত্র নিয়ে হত্যার জন্য ধাওয়া দিলে তিনি দৌড়ে জীবন রক্ষা করেন।
পাবনা সদর থানার এসআই ইব্রাহিম হোসেন বলেন, একটি লিখিত অভিযোগের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/আরআই
Comments