Image description

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট  মাকে বাঁচাতে গিয়ে ছেলেরও মৃত্যু ঘটনা ঘটে। বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই বৃদ্ধা। তাঁর চিৎকার শুনে বাঁচাতে এগিয়ে আসেন ছেলে। তিনিও মায়ের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হলে একই সঙ্গে মা-ছেলের মৃত্যু ঘটে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার গয়াহরি গ্রামে এ ঘটনা ঘটে বলে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন জানান।
 
মৃতরা হলেন- নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামের দুর্গা চরণ দেবের স্ত্রী অনিমা দেব (৭০) ও ছেলে নিপেশ চন্দ্র দেব (৪৫)।

অনিমার আরেক ছেলে প্রাণেশ চন্দ্র দেব নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর। নিপেশ পেশায় গাড়িচালক ছিলেন। এ দুর্ঘটনার পরপর আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা আহত দুজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। মা-ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গয়াহরি গ্রামসহ আশপাশ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “সকালে অনিমা বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মাকে বাঁচাতে নিপেশ এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন মা-ছেলেকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।”

মানবকণ্ঠ/এসআর