Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জালকুড়ি খিলপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।

তবে নিহতের নাম ও পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জরুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসআই জানান, সকালে গলাকাটা রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে মরদেহ এখানে ফেলে যায়।

এসআই আরও জানান, নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

মানবকণ্ঠ/আরআই