Image description

ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে খেলা বন্ধ করার জন্য আলু চাষ করছেন মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বাতেন! প্রতিষ্ঠান প্রধানের এমন কাণ্ডে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, ওসমানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল বাতেন প্রতিষ্ঠানের খেলার মাঠ নিয়ে ব্যবসা করেন। এই মাঠে বর্ষা মৌসুমে ধান চাষ করা হয়। এখন আলু চাষের জন্য ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন জানান, মাদ্রাসা সুপার প্রতিষ্ঠানের মাঠে চাষ দিতে পারেন না। আমি বিষয়টি খতিয়ে দেখবো।

চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত জানান, কী কারণে প্রতিষ্ঠান সুপার মাঠে চাষ দিয়েছেন, শিক্ষার্থীরা অভিযোগ করলে জানা যাবে।

মানবকণ্ঠ/এসআর