Image description

কক্সবাজারের টেকনাফে ৪টি রকেট ও ৪টি পিন অ্যাসেম্বলি উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। শুক্রবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের উত্তরপাড়া মাঝের ডেইল এলাকায় এ অভিযান চালিয়ে এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম ) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

দুপুরে সাবরাংয়ে সেনাবাহিনীর গ্রেনেড ফায়ারিং রেঞ্জে বম্ব ডিসপোজাল বিশেষজ্ঞ একটি দল অস্ত্রগুলো বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ভোরে উত্তরপাড়া মাঝের ডেইল এলাকায় কতিপয় অস্ত্র ব্যবসায়ী অত্যাধুনিক অস্ত্রের একটি চালান বিক্রির উদ্দেশ্যে লেনদেনের জন্য অবস্থান করার খবর পাওয়া যায়। পরে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে দু-তিন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া দিলেও আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, পরে ঘটনাস্থল তল্লাশি করে দুষ্কৃতকারীদের ফেলে যাওয়া ছোট একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় ট্যাংক বিধ্বংসী অবিস্ফোরিত ৪টি ৪০ মিমি রকেট হেট এবং চারটি পিন অ্যাসেম্বলি। ধারণা করা হচ্ছে, মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতে এ ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছে। সেখান থেকে অস্ত্রপাচারে জড়িত চক্রের সদস্যরা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিল। এ ধরনের অস্ত্র দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি।

অস্ত্রগুলো উদ্ধারের পর সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনে অবহিত করা হয় বলে জানিয়ে মো. কামরুজ্জামান বলেন, ‘অস্ত্রগুলো কারা, কোথায় থেকে কীভাবে এনেছে তা জানতে র‌্যাব কাজ করছে।’

মানবকণ্ঠ/আরআই