দুঃশাসন থেকে রক্ষা পেলেও এখনো সংকট কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন থেকে দেশ রক্ষা পেলেও এখনো সংকট কাটেনি। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্তরর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা নির্বাচন দেয়ার ব্যবস্থা করবেন।
শনিবার (২৩ নভেম্বর) বিকালে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের জনগণ এখনো তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। মানুষ আর নতুন কোনো কথা শুনতে চায় না, মানুষ ভোট দেয়ার অপেক্ষায় বসে আছে।
তিনি বলেন, যদি আমরা সেই পরিবর্তনকে মনে ধারণ করে পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারি তাহলেই তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ চেয়েছি সেই বাংলাদেশ তৈরি সম্ভব।
শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে নতুন বাংলাদেশ তৈরিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদ চেতনায় বিশ্বাসী সবাইকে সঙ্গে নিয়ে এ যাত্রায় আমাদের জয়ী হতে হবে।
মানবকণ্ঠ/এসআর
Comments