Image description

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বহনকারী প্রিজনভ্যান আটকের সময় ইসকন সদস্যদের সহায়তা করার অভিযোগে চট্টগ্রাম আদালতের ক্লার্ক অ্যাসোসিয়েশনের অফিসের (মুন্সি সমিতি) নথিপত্রে আগুন দিয়েছেন আইনজীবীদের একাংশ।  বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ আইনজীবীদের অভিযোগ, গতকাল মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর ইসকন সদস্যরা তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করেন। এ সময় মুন্সি সমিতির সদস্যরা নিজেদের পোশাক এবং খাবার পানি বিক্ষোভকারীদের সরবরাহ করেছেন। এছাড়া তারা উস্কানিমূলক বিভিন্ন পোস্টও দিয়েছেন ফেসবুকে। 

তবে এই বিষয়ে চট্টগ্রাম  জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক জানান, ‘আমি আলিফের জানাজা শেষে মরদেহ নিয়ে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। মুন্সি সমিতিতে আগুন দেওয়ার বিষয়টি আমার জানা নেই।’

জানা গেছে, জেলা আইনজীবী সমিতির কিছু সনাতনী সদস্য গতকাল ইসকনের পক্ষে পোস্ট দিয়েছিলেন। এ নিয়ে মুসলিম আইনজীবীরা ক্ষুব্ধ হন। নিহত আইনজীবী আলিফের জানাজার পর আজ বুধবার দুপুরে উত্তেজিত আইনজীবীদের একাংশ ক্লার্ক সমিতিতে আগুন দেন।

মানবকণ্ঠ/এসআর