চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার
চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থী্কে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। বুধবার সন্ধ্যায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম সোয়েবের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ এনে শিক্ষার্থীরা বুধবার সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন। তাঁরা ওই শিক্ষার্থীর সঙ্গে ইসকনের সম্পৃক্ততা ও হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে দাবি করেন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার জানান, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আইন বিভাগের এক শিক্ষার্থীকে একাডেমিক কাউন্সিল সাময়িক বহিষ্কার করেছে। বাকি বিষয় আইনগত প্রক্রিয়াতেই হবে।’
মানবকণ্ঠ/এসআর
Comments