রাঙামাটির মানিকছড়ি এলাকায় পুণ্যার্থীবাহী একটি বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে রাঙামাটির রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
যাত্রীরা জানান, সকালে রাঙ্গুনিয়া থেকে রাঙামাটি রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস যাত্রা শুরু করেছিলো । পথে, মানিকছড়ি এলাকায় পৌঁছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনায় বাসের অধিকাংশ যাত্রী আহত হন এবং বেশ কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর।
রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া চৌধুরী জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মানবকণ্ঠ/এসআর
Comments