Skip to main content

ক্লিন সিটি রাজশাহীর ফুটপাত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে

অনলাইন ডেস্ক
Image description

ক্লিন সিটি হিসেবে পরিচিত রাজশাহী মহানগরীর সুখ্যাতি থাকলেও বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে শহরের ফুটপাথগুলো। গত চার মাসে চুরি হয়েছে প্রায় সাড়ে চার শতাধিক স্ল্যাব। সড়কবাতির তারও নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রশাসনের নিষ্ক্রিয়তায় চুরির ঘটনা বাড়ছে বলে অভিযোগ নগরবাসীর।

স্থানীয়রা বলছেন, চুরি বাড়তে থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ফুটপাথে চলাচল। যেকোনো সময় দুর্ঘটনার শঙ্কা তাদের।

নগরীর একজন বাসিন্দা জানান, ‘এদিকে কোনো স্ল্যাব নেই। সব চুরি করে ভেঙে বেচে দিয়েছে। নেশার টাকার জন্য চোররা চুরি করে এগুলো ভাঙারির দোকানে বিক্রি করছে। সিটি হাট পর্যন্ত ফুটপাতে একটাও স্লাব নাই। এতে দুর্ঘটনা ঘটছেই। এগুলো দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।’

তবে শুধু  স্ল্যাব নয় চুরি হচ্ছে সড়কবাতির তারও। সম্প্রতি চারটি সড়কের মাটির নীচ থেকে প্রায় ৯২০ মিটার বিদ্যুতের তার নিয়ে গেছে দুর্বৃত্তরা।

চুরির বিষয়ে এরইমধ্যে সাধারণ ডায়েরি করেছে সিটি করপোরেশন। নতুন স্ল্যাব বসানোর উদ্যোগের পাশাপাশি ওয়ার্ড সচিব ও কর্মচারীদের দিয়ে নজরদারিরও চেষ্টা চলছে। চুরি ঠেকাতে অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ।

রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন বলেন, ‘এ বিষয়ে জিডি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করছে। আমাদের স্থাপনাগুলো মনে হচ্ছে চোরদের জন্য স্বর্গ রাজ্য হয়ে গেছে।’ 

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, ‘সড়কবাতির তার ও ফুটপাথের স্লাব চুরির দুটি অভিযোগ আমরা পেয়েছি। বোয়ালিয়া থানায় অভিযোগ করা হয়েছে। যারা এই কাজগুলো করছে, আমরা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

মানবকণ্ঠ/এসআর


Comments