Image description

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্র একমাস পর পুনরায় উৎপাদনে যাচ্ছে। কয়লা সংকটের কারণে প্রায় এক মাস বন্ধ ছিলো তাপবিদ্যুৎ কেন্দ্রটি। শনিবার (৩০ নভেম্বর) থেকে দীর্ঘদিন পর কয়লা সরবরাহ হওয়ায় পুনরায় উৎপাদনে যাচ্ছে বিদুৎ কেন্দ্রটি। 

বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মাতারবাড়ী সাইট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচলন) মনোয়ার হোসেন মজুমদার বলেন, এক মাস বন্ধ থাকার পর শনিবার থেকে এই বিদ্যুৎকেন্দ্রটি আবারও উৎপাদনে যাচ্ছে ৬০০ মেগাওয়াটের প্রথম ইউনিট। আইনি জটিলতা শেষে এই বিদ্যুৎকেন্দ্রে এক বছরে ৩৫ লাখ মেট্রিকটন কয়লা আমদানি করার জন্য মেঘনা গ্রুপ ও বিরলা নামে যৌথ একটি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে জেটিতে জাহাজ ভিড়েছে। 

উল্লেখ্য  কয়লা সংকটের কারণে গত ৩১ অক্টোবর থেকে ১২০০ মেগাওয়াটের দুই ইউনিটের এই বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

মানবকণ্ঠ/এসআর