Image description

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে পর্যটকবাহী বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে বাঙালহালিয়া পুলিশ ক্যাম্পের ডাকবাংলা পাড়া এলাকায় রাঙামাটি-বান্দরবান সড়কে এই দুর্ঘটনা ঘটে।  এতে আরও পাঁচজন আহত হয়েছেন । 

নিহত সিএনজি যাত্রী পাইমে মারমা বান্দরবান জেলার সদর উপজেলার বালাঘাটা  ঘোয়াইংগ্যা পাড়ার ক্য চিং নু মারমার মেয়ে। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারে অধ্যয়নরত আছেন বলে জানা গেছে । 

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা এলাকা থেকে একটি পর্যটনবাহী বাস বান্দরবানের উদ্দেশে যাচ্ছিল। দুপুর পৌনে ১২টার দিকে বাসটি বাঙালহালিয়া পুলিশ ক্যাম্প ডাকবাংলা পাড়া এলাকায় পৌঁছায়। সেখানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এ সময় অটোরিকশায় থাকা পাইমে মারমাসহ ছয়জন আহত হন। তাঁদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাইমেকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটির চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান কামাল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানবকণ্ঠ/এসআর