Image description

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিখোঁজের ১৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া গ্রামে সেপটিক ট্যাংকে বস্তাবন্দি অবস্থায় স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নিহত  শিশুর নাম তাবাসসুম (৬)। সে একই এলাকার আমান হোসেনের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, গত ১৭ নভেম্বর নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় ছয় বছর বয়সী শিশু কন্যা তাবাসসুম। তাকে খোঁজাখুঁজির পর না পেয়ে পরদিন ১৮ নভেম্বর ভূজপুর থানায় পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। দীর্ঘ ১৩ দিন পর শুক্রবার সকালে পাশের বাড়ির একটি শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

শিশুটির চাচা রাসেল জানান, আমরা সকালে জানতে পারি, শৌচাগারের সেপটিক ট্যাংকে বস্তাবন্দি অবস্থায় একটি লাশ পাওয়া গেছে। পরে গিয়ে দেখি লাশটি আমার ভাতিজির। কারা কী কারণে আমার ছোট্ট ভাতিজিকে এমন নৃশংসভাবে খুন করেছে তা বুঝতে পারছি না। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

ভূজপুর থানার ওসি গোলাম সরওয়ার বলেন, একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটি নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। কারা কেন শিশুটিকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

মানবকণ্ঠ/এসআর