সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে পার্কিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী বাস টিলার নিচে খাদে পড়ে গেছে। এতে বাসে ১০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১২ টায় সিলেটের গোয়াইনঘাটের জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সিলেট থেকে নগর এক্সপ্রেসের একটি মিনিবাসে ২৩ জন যাত্রী নিয়ে জাফলংয়ের উদ্দেশে রওনা হয়েছিল। জাফলং বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে বাসটি পার্কিং করতে গিয়ে উঁচু পাহাড় থেকে ১০ মিটার নিচে যাত্রীসহ পড়ে যায়। এর আগে বাস থেকে কয়েকজন যাত্রী নেমে গিয়েছিলেন। বাসটি খাদে পড়ে গেলে বাসে থাকা চালকসহ ১০ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিক জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
জাফলং টুরিস্ট পুলিশের পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন বলেন, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা যাত্রীরা। বাসে থাকা কয়েকজন হালকা আঘাত পেয়েছেন।
মানবকণ্ঠ/এসআর
Comments