Image description

গত সাড়ে ১৫ বছর এ জাতি জিম্মি দশায় ছিল মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, মানুষের ইজ্জত নষ্ট হয়েছে, সম্পদ লুণ্ঠন হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে, কারা করেছে? আমার দেশের কৃষক শ্রমিক তারা করেছে?করেছেন যারা উঁচু তলায় থাকেন তারা। যারা করেছেন তাদের মানুষ শাসক বানায়নি তারা নিজে নিজেই শাসক হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার রাতে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্টান্ডে পথসভায় তিনি মন্তব্য করেন। 

জামায়াতে আমির আরো বলেন- ইসলামের দৃষ্টিতে যদি দেশ গড়তে পারি তাহলে আর এদেশে কেউ ঘুষ খেতে সাহস করবে না, দুর্নীতি করবে না, মা বোনদের ইজ্জত নষ্ট করবে না এবং মানুষের মধ্যে কোন বৈষম্য থাকবে না, বিচারকের আসনে বসে কেউ ঘুষ খাবে না, মানুষ ন্যায় বিচার পাবে, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তাহলে সেই সমাজে আল্লাহর রহমত বর্ষণ হয়। আর যেই সমাজের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত থাকে অথবা মানুষ অন্যায়কে নীরবে হজম করে সেই সমাজ থেকে আল্লাহ তা'আলা তাঁর রহমত উঠাই নেয়।

তিনি আর বলেন, ডামি নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যা বিগত কয়েকটি বাজেটের সমান। ফলে দেশের আর্থিক অবস্থাকে তারা তলানীতে নিয়ে গেছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে ন্যায়-বিচার ভিত্তিক শাসক নির্বাচন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোখলেসুর রহমান,সাবেক জেলা আমির আবদুস সোবাহান, সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান,সদর উপজেলা আমির মাওলানা হুমায়ুন কবির,সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, পৌর আমির মাওলানা আলমগীর হোসেন,পৌর নায়েবে আমির আঃ রহিম মোল্লা,সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম,জেলা ছাত্র শিবির সভাপতি সাইফ হাসানসহ অনেকেই।

মানবকণ্ঠ/আরআই