Image description

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকা থেকে ১০ হাজার ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ওয়ালিউর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে  র‍্যাব।  মঙ্গলবার বিকেলে র‍্যাব-১-এর (স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আটককৃত ওই ব্যক্তি হলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ডাউন ডাঙ্গা গ্রামের জিল্লাল শেখের ছেলে।

আটককৃত ওই মাদক ব্যবসায়ীকে রাতে কালিয়াকৈর থানায় হস্তান্তর করলে বুধবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গাজীপুর জেল হাজতে প্রেরণ করে পুলিশ। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  মঙ্গলবার বিকেলে ডাইনকিনি এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ‍‍ র‍্যাপিট একশন ব্যাটালিয়ন ১ এর দল অভিযান চালায়। অভিযানে ১০ হাজার ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওয়ালিউরকে আটক করা হয়। পরে রাতে কালিয়াকৈর থানায় তাকে হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। 

কালিয়াকৈর থানার ওসি অপারেশন মোঃ যুবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিকে বুধবার গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হবে। 

মানবকণ্ঠ/এসআর