যার বিনিময়ে স্বাধীনতা করা হয়েছে তার সুফল আমরা পাচ্ছি না : বিএফইউজে সভাপতি
বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেছেন, আমরা সাড়ে ১৫ বছর রাজপথে আন্দোলনে ছিলাম। আমাদের রুহুল আমিন গাজীকে ফ্যাসিবাদী সরকার সাড়ে ১৭ মাস জেল খাটিয়ে হত্যা করেছে। এছাড়া আমাদের পাঁচ জন সাংবাদিক ভাইকে হত্যা করা হয়েছে। কিন্তু যার বিনিময়ে স্বাধীনতা করা হয়েছে তার সুফল আমরা পাচ্ছি না। কারণ যে যেখানে আগে ছিলো তারা আজও সেখানেই বসে আছেন।
শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১২ টায় প্রেসক্লাব মিলনায়তনে ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের আয়োজনে "ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ: গণমাধ্যমের ভূমিকা" আলোচনা সভা ও সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এর আগে অনেক অসুস্থ সাংবাদিক অস্বচ্ছলরা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে কোন সহায়তা পাননি । আমরা আশাকরি এই বৈষম্য আর থাকবে না।
ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএফইউজে ও ডিইউজের প্রধান নির্বাচন কমিশনার কায়কোবাদ মিলন , বিএফইউজের সাবেক সহ সভাপতি রাশিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, বিএফইউজের দপ্তর সম্পাদক আবু বকর, জেলা জামায়াতের সেক্রেটারী ফরিদুল হক, বিএফইউজের নির্বাহী সদস্য শাহীন হাসানাত, আবু হানিফ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান।
মানবকণ্ঠ/এসআর
Comments