বরগুনার তালতলী উপজেলায় নিজের ধান ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান (২৪) ওই গ্রামের মোঃ আউয়াল শিকদারের ছেলে।
জানা যায়, শনিবার দুপুরে ধানক্ষেতের মধ্যে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা যুবকের বাড়ির লোকজনকে খবর দিলে বাড়ির লোকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস ফরাজি কে খবর দিলে তিনি তালতলী থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত আবদুর রহমানের চাচাত ভাই আলমগীর শিকদার জানান, বরগুনার আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাস করে আবদুর রহমান। করোনার পর থেকে লেখাপড়ায় না জড়িয়ে সে অলস সময় কাটাচ্ছিল। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে নাস্তা খেয়ে ঘর থেকে বের হয় সে। এরপরে তার মৃত্যুর খবর শুনতে পাই।
এবিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) ইমরান আলম জানান, খবর পেয়ে আমি পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরির্দশন করে মরদেহ উদ্ধার করেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রির্পোট পেলে মৃত্যুর সঠিক তথ্য পাওয়া যাবে। শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে ।
মানবকণ্ঠ/এসআর
Comments