টাঙ্গাইলের সখীপুরে বিএনপির বিরুদ্ধে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর করা মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। শনিবার রাতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌর শহরের তালতলা চত্বরে সমাবেশ করে। কাদের সিদ্দিকীকে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা। এ সময় কাদের সিদ্দিকী বিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে।
উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু বলেন, কাদের সিদ্দিকী নাকি আবার সখিপুরে মিটিং করতে চায়। তিনি ক্ষমা না চাইলে তাকে সখীপুরে কোথাও কোনো মিটিং করতে দেওয়া হবে না। কাদের সিদ্দিকীকে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, কাদের সিদ্দিকী বাংলাদেশে ৩৯টি ব্রিজ টেন্ডার নিয়েছিল। একটা ব্রিজের কাজও শেষ করে নাই। ব্রিজের কাজের সব টাকা লুটপাট করেছিল। এছাড়া হাসিনাকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনে গিয়েছিল এই সিদ্দিকী।
শাহজাহান সাজু বলেন, হাসিনার পায়ে চুমু খেয়ে যোগদান করেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বাঙালি জাতি ও দেশের সঙ্গে মোনাফেকি ও বেঈমানি করেছেন। তার বাংলাদেশে আর রাজনীতি করার কোনো অধিকার নেই। হাসিনা যখন পালিয়ে যায় তখনই এই বেঈমানকে বের করে দেওয়া উচিত ছিল। কাদের সিদ্দিকী বিএনপির নামে উল্টাপাল্টা কথা বলেন। বিএনপি নাকি চাঁদাবাজি করে। সখীপুরের কোনো মানুষ স্বাধীনতার পরে এত নিরাপদে কোনদিন থাকতে পারে নাই।”
উল্লেখ্য শনিবার দুপুরে দলের বর্ধিত সভায় কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন,আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষই করছে। জামায়াত বেবি-ট্যাক্সি স্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চাঁদা নেয় নাই। বিএনপি কিন্তু এমন করছে। আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত, এখন বিএনপি সেখান থেকেই চাঁদা নেয়। হয়তো চাঁদার রেট আরও বাড়িয়ে দিয়েছে। যেখানে যেভাবে ভাগ নেওয়া যায় সব নেয়। এটা কিন্তু জামায়াত নেয় নাই।
মানবকণ্ঠ/এসআর
Comments