Image description

গাজীপুরের কাশিমপুর থানা পুলিশ কর্মকর্তাদের শাস্তি, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি জমা দেয়া হয়েছে। সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়াটারের পাশে এসব কর্মসূচি হয়। নগরের কাশিমপুরের ভুক্তভোগী ৪৮টি পরিবারের নারী-পুরুষগণ কাফনের কাপড়ে এসব কর্মসূচিতে অংশ নেয়। পরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি জমা দেয় তারা।

ভুক্তভোগীরা জানান, গত ৫ আগস্ট এর আগে নয় বছর গোবিন্দবাড়ি এলাকার ভূমিদস্যু ও সন্ত্রাসীরা তাদের উপর ৮ বার সশস্ত্র হামলা চালিয়ে রক্তাক্ত জখম করলেও বিগত সময়ে পুলিশের কাছে অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাননি তারা। গত ৬ নভেম্বর ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কাশিমপুর থানায় অভিযোগ দিয়ে ও ভূমিদস্যু চক্র আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ অব্যাহত রাখে। থানা পুলিশকে বারবার অবহিত করার পরও অদৃশ্য কারণে পুলিশ ভূমিদস্যু সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নেয়নি। 

মানবকণ্ঠ/এসআর