Image description

চট্টগ্রামে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে  পাঁচ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত  হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার সরল ইউনিয়নে পশ্চিম সরল চরপাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পাঁচ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, সরল এলাকায় লবণের মাঠ দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অপর এক জনকে বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বন বিভাগের জায়গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে শুনেছি। এই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/এসআর