Image description

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।মঙ্গলবার সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে আলী আকবরী পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি চালক কালাম ওরফে কালা চাঁন (৪২) ও সিএনজি যাত্রী মো. আবু আল হেলাল (৪৯)।

নিহত কালাম কুলিয়ার উপজেলার দারিয়াকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে আরও নিহত আবু আল হেলালও একই উপজেলার বাসিন্দা ছিলেন।

আহতরা হলেন- মো. রুবেল (৫০) ও অজ্ঞাতনামা এক নারী।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ জোহরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি চালক কালা চাঁন ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে চারজন যাত্রী নিয়ে রওনা হন। গাড়িটি কুলিয়ারচর উপজেলার আলী আকবরী পেট্রোল পাম্প অতিক্রম করার সময় কিশোরগঞ্জ থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক কালা চাঁন ও যাত্রী হেলাল নিহত হন। এ সময় স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে জহুরুল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহত সিএনজি চালকের মামাতো ভাই মোহাম্মদ আলী বলেন, আমার ভাই ফজরের নামাজের পর গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়। ভৈরব থেকে ৪ জন যাত্রী নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পাম্পের কাছে আসলে মাইক্রোবাসটি সিএনজিকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার ভাই ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

নিহত হেলালের চাচাতো ভাই আবুল কালাম (সাবেক ইউপি সদস্য) বলেন, ‘হেলালের চট্টগ্রামে একটি পাদুকা কারখানা আছে। সেখান থেকে আজ সকালে বাড়িতে আসার উদ্দেশ্যে ভৈরব থেকে সিএনজিতে উঠেন তিনি। কিন্তু বাড়ির কাছাকাছি এসে দুর্ঘটনায় নিহত হন।’

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার এসআই মো. বাবুল মিয়া বলেন, ‘মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকসহ দুজনের মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘মাইক্রোবাসটি আটক করা হয়েছে। এ ছাড়াও মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

মানবকণ্ঠ/আরআই