ঢাকার আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বাৎসরিক বেতন ও ভাতা বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে মঙ্গলবার কর্মবিরতি পালন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ কারখানাগুলো ছুটি ঘোষণা করে।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন কারখানার শ্রমিকেরা দীর্ঘদিন ধরে বাৎসরিক বেতন ও ভাতা (ইনক্রিমেন্ট) ১৫ শতাংশ বাড়ানোর পাশাপাশি বাৎসরিক অর্জিত ছুটির বকেয়া টাকা প্রতিমাসে পরিশোধের দাবি জানিয়ে আাসছিলেন। এসব দাবির পাশাপাশি শ্রমিকেরা নিন্মতম মজুরি ২৫ হাজার টাকা করারও দাবি জানান।
এদিন সকাল ৯টার দিকে প্রথম কর্মবিরতি শুরু করেন নরসিংহপুর এলাকার নাসা গ্রুপের শ্রমিকেরা। এরপর দুপুরের খাবার শেষে কর্মবিরতিতে যান একই এলাকার নিউ এইজ, শারমিন ও হা-মিম গ্রুপসহ আরও বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা। তারা এ সময় বাৎসরিক বেতন ও ভাতা ১৫ শতাংশ বাড়ানোর পাশাপাশি বাৎসরিক ছুটির বকেয়া টাকা ডিসেম্বরের মধ্যে পরিশোধের দাবি জানান। শ্রমিকদের বুঝিয়ে কাজে ফেরাতে ব্যর্থ হয়ে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে নিউএইজ কারখানার কাটিং সেকশনের শ্রমিক মাইনুল ইসলাম বলেন, ‘যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই তুলনায় আমাদের বেতন ও ভাতা বাড়েনি। তাই বাধ্য হয়েই আমরা আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, ‘বাৎসরিক বেতন ও ভাতাসহ অন্যান্য দাবিতে আজ ১৫-২০টি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।’
মানবকণ্ঠ/আরআই
Comments