Image description

টাঙ্গাইলের কালিহাতীতে বিল থেকে লিটন নামে এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পাঁচ দিন যাবত নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাইকড়া ইউনিয়নের কালোহা বিল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লিটন কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা গ্রামের মৃত আতশের ছেলে।

পুলিশ জানায়, লিটন তার বন্ধুদের সঙ্গে মাঝে মধ্যে জুয়া খেলতেন। ৭ ডিসেম্বর সন্ধ্যার আগে কালোহা পশ্চিম পাড়ায় তিনি জুয়া খেলতে বসেন। পরে গ্রামে হৈ-হুল্লোড় শব্দ পেয়ে তারা কালোহা বিলের দিকে ছোটাছুটি করেন। এরপর থেকে লিটন নিখোঁজ ছিলেন।

ওসি আবুল কালাম ভূইয়া জানান, গতকাল সন্ধ্যায় কালোহা বিলে লিটনের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মানবকণ্ঠ/এসআর