জাতীয় নাগরিক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমীন বলেছেন, হাসিনার পতনের সাথে সাথে যা চেয়েছিলাম, তা এখনো পাইনি। তবে আমাদের পেতেই হবে। না হলে জুলাই-আগস্ট বিপ্লবে শহিদদের সাথে বেঈমানি করা হবে। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে মাদারীপুর জেলার জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘মাদারীপুর রাইজিং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
আব্দুল্লাহ আল-আমীন বলেন, ‘জুলাই বিপ্লবে হাসিনা আর তার কয়েকজন দোসর হয়ত পালিয়ে গেছে। কিন্তু তার সাড়ে ১৫ বছরে প্রশাসন থেকে শুরু করে সর্বত্র যে অবকাঠামোগত দোসর তৈরি করে রেখে গেছেন, তারা তো এখনো পালায়নি। যে কারণে হাসিনার পতনের পর যা চেয়েছি, তা এখনো পাইনি। তবে আমাদের বৈষম্যহীন সমাজ আর ক্ষমতার অপব্যবহার কমাতেই হবে। যে কারণে সাধারণ মানুষের কাছে জাতীয় নাগরিক কমিটি নতুন বাংলাদেশের বার্তা পৌঁছে দিচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমরা এমন একটি দেশ চাই, যেখানে রাজনীতির নামে মারামারি-হানাহানি থাকবে না, রাজনীতির নামে চাঁদাবাজি থাকবে না। থাকবে ন্যায়ের ভিত্তি আর সমতার সমাজ ব্যবস্থা। গেলো জুলাই বিপ্লবে নয় বছর থেকে আশি বছরের বৃদ্ধারাও শামিল হয়েছিলো, এসব ন্যায্যতার জন্যে। কিন্তু এখনো তা বাস্তবায়ন করতে পারেনি। তবে আমাদের আশাহত হলে চলবে না। আমাদেরই আগামীতে নেতৃত্ব দিতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন জুলাই-আগস্ট বিপ্লবের ছাত্র প্রতিনিধি মো. হাসিবুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহিদ দীপ্ত দে’র পিতা স্বপন দে, শহিদ তাওহীদ সন্নামাতের বড় ভাই রোমান সন্নামাত, জুলাই বিপ্লবের ছাত্রনেতা মাসুম বিল্লাহ, নেয়ামত উল্লাহ, আব্দুর রহিম প্রমুখ।
মানবকণ্ঠ/এসআর
Comments