Image description

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক পাঁচটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জনের মত আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর থেকে সকাল ৯টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে ঘন কুয়াশার কারণে একটি কার্ভাড ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে সকাল ৮টার দিকে মহাসড়কের বাহুবলের চলিতাতলা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের প্রায় ১০ জন যাত্রী ও উভয় গাড়ির চালক আহত হয়েছেন। 

এর কিছুক্ষণ পরপরই একই উপজেলার বাগানবাড়ি এলাকা এবং ফায়ার সার্ভিসের সামনে পৃথক বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এসব দুর্ঘটনায় চালক ও হেলপারসহ অন্তত ২০ জন নারী-পুরুষ আহত হয়েছেন বলে জানা গেছে। এসময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। প্রায় ১ ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অপরদিকে ভোরে হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস রাস্তার পাশে বট গাছে ধাক্কা লাগে। এতে বাসের অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

এবিষয়ে বাহুবল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ইউসুফ বলেন, মহাসড়কের বাহুবল উপজেলা অংশে পৃথক ৩টি বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জানান,মহাসড়কের বাগানবাড়ি, ফায়ার সার্ভিসের সামনে এবং চলিতাতলা সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কারণে মহাসড়কে চলাচল বন্ধ হয়ে যায়। পরে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় গাড়িগুলো সড়িয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, ঘন কুয়াশার কারণে এসকল দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গাড়ি ও আহতদের উদ্ধার করেছে।

মানবকণ্ঠ/এসআর