Image description

গাইবান্ধার সাঘাটা উপজেলার রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত মেহেদী হাসান (২০) নামে এক যুবক মারা গেছেন।

শুক্রবার বিকেলে মেহেদীর লাশ তার গ্রামের বাড়ি সাদুল্যাপুর উপজেলার ফারাজীপাড়ায় দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সাঘাটার বোনারপাড়া রেললাইনের বোড বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মেহেদী হাসান সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজীপাড়া গ্রামের মিজানুর রহমান আকন্দের ছেলে।

স্বজনদের তথ্য অনুযায়ী, দুই মাস আগে বিয়ে করেছিলেন মেহেদী হাসান। বৃহস্পতিবার তিনি শ্বশুরবাড়ি বেড়াতে যান। ঐ দিন রাতে বোড বাজার এলাকায় রেললাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন। এ সময় রংপুর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া অভিমুখে আসার পথে রাত পৌনে ১০টার দিকে বোড বাজার আউট সিগন্যালের কাছে পৌঁছালে তাকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশা মিয়া বলেন, ফারাজীপাড়া গ্রামের মেহেদী হাসান নামে এক যুবক ট্রেনের ধাক্কায় মারা গেছেন। আজ বিকেলে তার লাশ দাফন করা হয়েছে। 

তিনি আরো বলেন, এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হেডফোন ব্যবহারে অসতর্কতার কারণে এমন ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। 

মানবকণ্ঠ/আরআই