খুলনা জেলার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে মো. সাব্বির (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত যুবক উপজেলার জয়পুর গ্রামের আব্দুল কাদেরের পুত্র। গুলিবিদ্ধ সাব্বিরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সাব্বির সন্ধ্যায় বাড়িতে অবস্থানকালীন তার মোবাইলে একটি কল আসে। তিনি কথা বলতে বলতে বাড়ির বাইরে গেলেই দু’টি মোটরসাইকেলে আসা চারজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাদের একটি গুলি সাব্বীরের কোমড়ে বিদ্ধ হয়।
এসময় স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এরপর গুলিবিদ্ধ সাব্বিরকে স্থানীয় স্বাস্থ্য সেবা কেন্দ্রে নেওয়ার পর সেখান থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রূপসা থানার ওসি মো. মনিরুল বলেন, ‘সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাব্বিরকে হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মানবকণ্ঠ/আরএইচটি
Comments