Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদক সেবনের টাকা না দেয়ায় শফিকুল ইসলাম (৪৫) নামে  এক কৃষক বাবাকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলে মো. রিফাতের (১৮) বিরুদ্ধে। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক শফিকুল ইসলামের বাবার নাম মৃত মজিবুর রহমান।

স্থানীয় জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. রিফাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। এ নিয়ে তাদের সংসারে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো। রোববার বেলা সাড়ে ১১টার দিকে শফিকুল ইসলামের কাছে রিফাত মাদক সেবনের জন্য দুই হাজার টাকা দাবি করেন। ওই টাকা নিয়ে তাদের মধ্যে বিতণ্ডা। একপর্যায়ে ছেলেকে চড় থাপ্পড় দেন তিনি। পরে রিফাত উত্তেজিত হয়ে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে।

ঘটনার বর্ণনা দিয়ে নিহতের স্ত্রী জানান, তার ছেলে রিফাত বিশ হাজার টাকা চায়। মা দিতে অস্বীকার করায় মার সঙ্গেও তার বাকবিতণ্ডা হয়। পরে কাজ শেষে তার বাবা বাসায় ফিরলে টাকার জন্য বাবাকে চাপ দেয়। টাকা দিতে অস্বীকার করায় কথা কাটাকাটির জেরে ছুরি দিয়ে বুকে আঘাত করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলেকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

মানবকণ্ঠ/এসআর