Image description

ময়মনসিংহে একটি সরকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফারজানা শান্তা (৩৫) নামে এক নারীকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর মাসকান্দা এলাকায় সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির নৈশপ্রহরীর রুম থেকে দুইটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। আজ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রেঞ্জ ডিআইজি ড.মো.আশরাফুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে গোপন সংবাদের অস্ত্র ও মাদক কেনাবেচার তথ্য পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় নৈশপ্রহরী হৃদয় মিয়ার শোবার ঘর থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। নৈশপ্রহরী হৃদয় মিয়াকে পাওয়া যায়নি। এসময় তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করা হয়। হৃদয় মিয়া ময়মনসিংহের পাগলা থানাধীন নীগুয়ারী গ্রামের বাসিন্দা। তিনি চাকরির সুবাদে তার স্ত্রীকে নিয়ে থাকতেন সরকারি এই খামারে।

তবে সরকারি প্রতিষ্ঠানে অস্ত্র ও মাদক রেখে ব্যবসার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন খামারের ব্যবস্থাপক হাছেন আলী। তিনি বলেন, মধ্যরাতে পুলিশের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে অস্ত্র উদ্ধারের বিষয়টি দেখেছেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম খান বলেন, সরকারি প্রতিষ্ঠানে এগুলো কীভাবে এলো, এ বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। তাৎক্ষণিকভাবে একজনকে আটক করা হয়েছে, পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছে।


রেঞ্জ ডিআইজি ড.মো.আশরাফুর রহমান বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসব অস্ত্র ও মাদক সেখানে সংরক্ষণ করেছিল। তারা মাদক সেবন করে এই অস্ত্র দিয়ে ছাত্র-জনতার উপর ব্যবহার করে আন্দোলন দমানোর চেষ্টা করেছিল। বিভিন্ন জায়গায় আরও অনেক অস্ত্র রয়েছে। সেগুলো কারা কিভাবে ব্যবহার করেছিল আপনারা আমরা সকলেই জানি।

তিনি আরও বলেন, ৫ আগস্টের প্রেক্ষাপটে পুলিশের চার শতাধিক অস্ত্র লুটপাট ও চুরি হয়েছে। সেসময় ফ্যাসিস্ট রাজনৈতিক দলের হেলমেট বাহিনী যে সমস্ত অস্ত্র নিয়ে জনসাধারণের ওপর হামলা চালিয়ে ছিল সে সমস্ত সরঞ্জামগুলো বিভিন্ন স্থানে লুকায়িত আছে। সেগুলো উদ্ধারে সকলের সহযোগিতা প্রয়োজন।

মানবকণ্ঠ/এসআর