Image description

চট্টগ্রামে চাঁদা না পেয়ে জামায়াতে ইসলামীর এক নেতার পায়ের রগ কেটে দিয়েছে চাঁদাবাজরা। রোববার গভীর রাতে সীতাকুণ্ড পৌরসভার ডেপারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত জামায়াত নেতার নাম আবুল কালাম আজাদ। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৬ নং ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী আবুল কালাম বলেন, তাঁর পৌরসভাস্থ মুরগি ফার্মে রোববার রাত ৩টার সময় একটি পিকআপ ভ্যান মুরগি নিতে আসে। এ সময় মো. জাফর নামে স্থানীয় এক ব্যক্তি ও কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। পরে চাঁদাবাজরা মুরগি নিতে আসা পিকআপ ভ্যানচালককে মারধর করে। প্রতিবাদ করলে তাঁকে রড দিয়ে পিটিয়ে আহত করে। একপর্যায়ে তাঁর ডান পায়ের রগ কেটে দেয় ও বাম হাত ভেঙে দেয় চাঁদাবাজরা।

অভিযুক্ত জাফরের বক্তব্য জানতে তাঁর ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। 

এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তাহের বলেন, আবুল কালাম স্থানীয় চাঁদাবাজ চক্রের পরিকল্পিত হামলার শিকার। তিনি ঘটনার তীব্র নিন্দা ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানান।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মজিবুর রহমান বলেন, তিনি ঘটনার বিষয়টি লোকমুখে শুনেছেন। তবে থানায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মানবকণ্ঠ/এসআর