Image description

মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে তসলিমা খাতুন(৫০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের একটি ডোবা থেকে তসলিমা খাতুনের মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশের একটি টিম।

নিহত তসলিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নং ওয়ার্ড বাগানপাড়ার আব্দুল হান্নানের স্ত্রী।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, গতকাল থেকে তসলিমা খাতুনকে খুঁজে না পেয়ে তার ছেলে রনি একটি সাধারণ ডায়েরি করে। তার পর থেকে পুলিশের একটি টিম খোঁজ নিতে শুরু করলে তার মরদেহ উদ্ধার করি। নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইদের হাতে তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছেন। ধারণা করা হচ্ছে অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচিত হবে।

এদিকে তসলিমা খাতুনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধারের পরপরই তার ভাইদের পরিবারের সবাই পলাতক রয়েছে।

মানবকণ্ঠ/এসআর