ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পাঁচ জন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ১০ জন জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে ধলেশ্বরী টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে পথচারীসহ ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
সফিকুল ইসলাম জানান, মাওয়াগামী প্রাইভেটকারকে পেছন থেকে বেপারী পরিবহন নামে একটি বাস ধাক্কা দিলে প্রাইভেটকার এবং একটি মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত হয়। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসসহ তাৎক্ষণিক সেখানে থাকা লোকজন দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে। দুর্ঘটনায় আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। এঁদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে পাঁচ জন মারা গেছে।
এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি দুপুর দুইটার দিকে বলেন, টোল দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে মাওয়ামুখী লেনে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে বেশ কয়েকজন হতাহত হয় বলে শুনেছি। আমরা যাওয়া আগেই হতাহতদের ঘটনাস্থলে হতে নিয়ে যাওয়া হয়েছে। পরে আমরা গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছে। এ ঘটনায় একটি লেনে যানবাহন চলাচল আধা ঘণ্টা বন্ধ ছিল । এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মানবকণ্ঠ/এসআর
Comments