Image description

জামালপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে শেতাব আলী ওরফে শেজাব আলী (৪৫) নামে এক ব্যক্তির  মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন,ইসমাইল (৩২) ও সুরমান আলী (৩৫)। তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ছুরি ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহত শেতাব আলী ওরফে শেজাব আলী উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা (ভাসমান) এলাকার জানকী বেপারীর ছেলে।  

প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়, সাত্তার ডাকাতের ছেলে ইসমাইল, তার ভাই ইচ্ছা নবী ওরফে নুর ও দেলবর আলীর ছেলে শুক্কর আলী, সুরত আলী, সুলতান আলীসহ একদল ডাকাত দীর্ঘদিন থেকে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও গাইবান্ধা জেলার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় জমি দখল, চুরি, ডাকাতিসহ নানা অপকর্ম করে আসছিল। এ নিয়ে এলাকাবাসীরা পুলিশ, আর্মি ও র‍্যাবের কাছে অভিযোগ দেয়। পরে গতকাল বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন পুলিশ। এ অভিযানের সময় ডাকত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতার সহযোগিতায় ইসমাইল ও সুরমান আলীকে আটক করে পুলিশ। এ সময় উত্তেজিত জনতার আঘাতে ইসমাইল আহত হয়। পরে তাদেরকে থানায় নেওয়ার পথে আরেকজনকে ডাকাত সন্দেহে গণপিটুনি দেওয়ার খবর পায় পুলিশ। আহত শেতাব আলী নামে ওই ব্যক্তিকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।

এ ছাড়াও আহত ইসমাইল জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে আটক সুরমান আলীকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ সময় একটি ওয়ান শুটারগান, আট রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুইটি মামলা দায়ের করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ জানান, স্থানীয়রা ডাকাত সন্দেহে শেতাব আলী নামে একজন পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরে মারা যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুইটি মামলা হওয়ার কথা জানিয়েছেন তিনি।

মানবকণ্ঠ/এসআর