নোয়াখালীর বেগমগঞ্জে জুমার নামাজ শেষে বাড়ি ফেরা হলো না কবির হোসেন ওরফে ছালি কবির (৩৫) নামে বিএনপি কর্মীর। কেননা পথেই তাকে গুলির পর জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুজায়েতপুর গ্রামের জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তার স্বজন ও পুলিশ এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।
নিহত কবির হোসেন সুজায়েতপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে।
স্থানীয়রা জানায়, কবির হোসেন স্থানীয় বিএনপির ওয়ার্ড পর্যায়ের একজন সক্রিয় কর্মী ছিলেন। গত ৫ আগস্টের পর কবির এলাকায় আসেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। শুক্রবার দুপুরে তিনি বাড়ির পাশের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদে জুমার নামাজ পড়তে যান। ইমামের পেছনে জুমার ফরজ নামাজ আদায় করেই তিনি মসজিদ থেকে বাড়ির উদ্দেশে বের হয়ে যান। ওই সময় মুখোশ পরা পাঁচ-ছয়জন দুর্বৃত্ত সিএনজিচালিত অটোরিকশা যোগে সুজায়েতপুর পূর্ব জামে মসজিদের সামনে আসে। এক পর্যায়ে কবির হোসেন মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে কবির মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার বাম পায়ের রগ কেটে, গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ-আল-ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যে হত্যার কারণ জানাতে পারব।
মানবকণ্ঠ/এসআর
Comments