Image description

হবিগঞ্জের চুনারুঘাটে জমি সম্পর্কিত বিরোধের জেরে মফিল চৌধুরী (৬০) নামে এক বৃদ্ধকে হাত-পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার নিশ্চিন্তপুরে এ ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বিষয়টি নিশ্চিত করেন।

মফিল চৌধুরী ওই গ্রামের মৃত আব্দুল আলী চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ২০ বছর ধরে ওই গ্রামের সরকারি খাস জমি নিয়ে মফিল চৌধুরীর সঙ্গে একই গ্রামের শান্ত মিয়া ও আনোয়ার মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা রয়েছে। বৃহস্পতিবার উল্লিখিত সময়ে গ্রামের সুকুইন্না টিলা নামকস্থানে মফিল মিয়াকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে সেখানে তার চিকিৎসার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে রাত আড়াইটায় তার মৃত্যু হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, প্রতিপক্ষের হামলায় আহত অবস্থায় মফিল সিলেট ওসমানীতে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

মানবকণ্ঠ/এসআর