Image description

টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মালেক মিয়াকে গ্রেফতার করছে থানা পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন,গ্রেফতারকৃত মালেক মিয়া গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি ছিলেন। তাকে ৫ দিনের পুলিশি রিমান্ডে চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ১৬ জন অঅসামির মধ্যে এ পর্যন্ত ওই মামলার মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

মানবকণ্ঠ/এসআর