Image description

ভারত থেকে অবৈধ উপায়ে অনুপ্রবেশেন সময় ফেনীর সীমান্ত এলাকায় এক নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) ভোর রাতে  জেলার পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। 

আটককৃত ব্যক্তির নাম GILBERT APEH, পিতা- EMEKA। পাসপোর্ট নং A10880738। 

তার সাথে থাকা পাসপোর্টের তথ্য মতে, তিনি গত ২২ মে নাইজেরিয়া হতে বিমানযোগে ভারতের নিউ দিল্লি এয়ারপোর্টে আসেন। বেশ কিছুদিন যাবৎ সেখানে অবস্থান করে শনিবার দিবাগত রাত ৩টার দিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। 

এদিকে বিজিবির পৃথক অভিযানে স্থানীয় ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী সোনাপুর কবরস্থান নামক স্থান থেকে বিপুল সংখ্যক ভারতীয় মদ (হুইস্কি) ও  টার্গেট ট্যাবলেট জব্দ করে। যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৩২ হাজার টাকা।

ফেনীস্থ ৪- বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিককে আটক করে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধারকৃত মাদক ও ট্যাবলেট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হবে।  এছাড়া সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/এসআর