মালয়েশিয়া পাচারের উদ্দেশে জিম্মি করে রাখা ৬৬ জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ। এই সময় মানবপাচার চক্রের ৫ সদস্যকে আটক এবং তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। রোববার দিবাগত রাতে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন রাশেদ (২৫), সালেহ আহাম্মদ (৩৫), নুরুল কবির (২৭), সৈয়দ আলম (২৪) এবং কামরুল ইসলাম ওরফে মো. শিপন (৩২)। এছাড়া কেফায়েত উল্লাহ, আব্দুল আমিন, সুলতান আহম্মদ, নুর মোহাম্মদসহ আরও কয়েকজন আসামি পালিয়ে যায়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া পাহাড়ে অভিযান চালায় টেকনাফ মডেল থানা পুলিশ। অভিযানে ঘটনাস্থল থেকে পাচারের জন্য আটক থাকা ৬৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ১৮ জন পুরুষ, ১১ জন নারী এবং ৩৭ জন শিশু। উদ্ধারকৃতদের মধ্যে ৮ থেকে ৬৬ নম্বর ক্রমিকের ভিকটিমরা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা এবং বাকিরা স্থানীয় বাংলাদেশি নাগরিক।
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত গুলি এবং অস্ত্র ব্যবহার করে ভিকটিমদের পাহারা দেওয়া হতো। অভিযুক্তরা উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে এবং বিবাহের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভিকটিমদের আটক করে রাখে। পরে তাদের সাগরপথে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
মানবকণ্ঠ/এসআর
Comments